Barak ValleyAssamNorth-East

৬৫৪ নং বিবেকানন্দ বিদ্যানিকেতনে ডিজিটাল শ্রেণিক্ষের উদ্বোধন করে পঠন-পাঠনে গুরুত্ব ADC-র

নিলামবাজার ও করিমগঞ্জ প্রতিনিধি : করিমগঞ্জের ৬৫৪ নম্বর বিবেকানন্দ বিদ্যানিকেতনে স্মার্ট ক্লাসের উদ্বোধন হয়েছে।

নির্দিষ্ট সূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বিপুলকুমার দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সমগ্র শিক্ষা মিশনের করিমগঞ্জের প্রোগ্রাম অফিসার (ডিপিও) বিকাশ ভট্টাচার্য, করিমগঞ্জের বিদ্যালয়সমূহের উপপরিদর্শক ইকবাল হুসেন বড়ভুইয়াঁ, স্কুল পরিচালন ও উন্নয়ন সমিতির সভাপতি প্রসূন দে, ওয়ার্ড কমিশনার নির্মল বণিক, সিআরসিসি শতাব্দি দাস, শহর শিক্ষাখণ্ডের প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক জ্যোতির্ময় দাস, প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ভারপ্রাপ্ত প্রাক্তন সম্পাদক সমরিন্দু পাল সহ অন্যরা।

অনুষ্ঠানে ডিজিটাল ক্লাসের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের উপকারিতা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন প্রধানশিক্ষক অমরকৃষ্ণ সাহা। অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) বিপুলকুমার দাস তাঁর বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বিষয় আয়ত্ত করতে পারবে, পাশাপাশি আনন্দ উপভোগ করবে।

Show More

Related Articles

Back to top button