Barak ValleyAssamNorth-East

ভবিষ্যতের স্বপ্ন পূরণে মেধাবী ছাত্র বাপনের পাশে বিধায়ক কৃষ্ণেন্দু

পাথারকান্দি : ভবিষ্যতের স্বপ্ন পূরণে মেধাবী ছাত্রের পাশে বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ মেধাবী এক ছাত্রের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷

জানা গেছে, নিজ সমষ্টির বালিপিপলা গ্রামের এক গরীব মেধাবী ছাত্র বাপন দাস৷ পরিবারের প্রত্যাহিক অভাব-অনটনকে উপেক্ষা করে বিগত ২০২১ সালে বাপন দাস নিজের মেধার গুণে GATE পরীক্ষায় উত্তীর্ণ হন৷ পরে কেরলের তিরুবন্তপুরমের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং গ্রুপ এরোডাইনামিক ফ্লাইট মেকানিক্স নিয়ে অধ্যয়ন শুরু করেন৷ কিন্তু নিয়মিত এই অধ্যয়নকালে বিভিন্ন তথ্য সংগ্রহে উন্নত প্রযুক্তির laptop বা computer না থাকায় তাঁকে দুর্ভোগ পোহাতে হত৷ একসময় এই খবর সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানতে পারলে সঙ্গে সঙ্গে তিনি তার ব্যক্তিগত সচিব পৃথ্বিশ দাসকে দিয়ে কেরলের তিরুবন্তপুরম জেলা থেকে অত্যাধুনিক laptop ক্রয় করে দেন৷ বিধায়কের এহেন সহানুভূতিতে বাপন দাস তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে৷

Show More

Related Articles

Back to top button