Barak ValleyAssamNorth-East

২২টি গরু সহ ৩ পাচারকারীকে আটক করল BSF

করিমগঞ্জ : অভিযান চালিয়ে ২২টি গরু সহ ৩ পাচারকারীকে আটক করেছে BSF. গরুগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের৷ তবে এর আগেই তাদের আটক করেছে BSF. ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের ফকিরাবাজার এলাকায়৷ মূলত ফকিরাবাজার এলাকাটি সীমান্ত এলাকা থেকে ৩কিমি-র মধ্যে রয়েছে৷ ফলে কেন্দ্রের নির্দেশে এর আগেই ওই এলাকায় থাকা গরু বাজার তুলে দেয় প্রশাসন৷ কিন্তু গত ক’মাস ধরে পুনরায় গরু বাজার জমে ওঠে ওই এলাকায়৷ বুধবার হানা দিয়ে সেখান থেকে ২২টি গরু উদ্ধার করেছে BSF. সঙ্গে আটক করেছে ৩ ব্যক্তিকে৷ পরে এদের পুলিশের কাছে সমঝে দিয়েছে BSF. গরুগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে সন্দেহ করছে BSF.

Show More

Related Articles

Back to top button