কালীগঞ্জে দিনদুপুরে ধারালো অস্ত্রের কোপে খুন যুবতী! ঘটনার তদন্তে নামল পুলিশ

করিমগঞ্জ : দিনদুপুরে খুন হলেন ১৮ বছরের এক যুবতী৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১২টা নাগাদ বদরপুর বিধানসভা কেন্দ্রের কালীগঞ্জের মনসাঙ্গন জিপিতে৷ এই হত্যাকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়৷ কালীগঞ্জ মনসাঙ্গন জিপির বানিয়ারগুলের দলফা গ্রামের ৬ নং ওয়ার্ডে সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড৷
মনোয়ারা বেগমের বাবা ফকর উদ্দিন ও মা আমিনা বেগম জানিয়েছেন, আগের একটির ঝগড়ার ঘটনায় তার সাক্ষী দেওয়াতেই খুন হতে হতে হয়েছে তাদের মেয়েকে৷ কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে পাঠরত তাদের মেয়ে এবার উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের পরীক্ষা দিচ্ছিল৷ ওইদিন অভিযুক্ত জামিল আহমেদ তার বোন সাহিদা মারফত মনোয়ারাকে ডেকে পাঠায়৷ এরপরই গলায় ধারালো অস্ত্র চালিয়ে মনোয়ারাকে খুন করে জমিল৷
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ সেখানে উপস্থিত হয়৷ খবর পাঠানো হয় করিমগঞ্জ সদর পুলিশকেও৷ ছুটে আসেন করিমগঞ্জের পুলিশ সুপার৷ তিনি অভিযুক্ত জমিলকে নিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র খুঁজতে তল্লাশি চালান৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷