Barak Valley

সদর সার্কলের আমিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ডিসির

করিমগঞ্জ : ঘুঘুর বাসা করিমগঞ্জ সার্কল অফিসে৷ এই অফিসে অধিকাংশ কর্মচারী দুর্নীতির সঙ্গে লিপ্ত৷

উৎকোচ ছাড়া কাজ হচ্ছে না করিমগঞ্জের সার্কল সহ বিভিন্ন কার্যালয়ে৷ এ সংস্ক্রান্ত বহু অভিযোগ থাকলেও কোনও কাজ হচ্ছে না৷ তবে সার্কল অফিসে জমি নামজারির নামে অর্থ নেওয়ার অভিযোগে বিপাকে পড়েছেন অমিন গৌতম দাম৷

বুধবার এ নিয়ে সংবাদ মাধ্যমকে তদন্তের কথা জানিয়েছেন জেলাশাসক মৃদুল যাদব৷ তিনি সাফ জানান, সার্কল অফিসে আমিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সার্কল অফিসারকে৷ জেলাশাসক বলেন, দুর্নীতিতে লিপ্ত সরকারি কর্মী-আধিকারিক কাউকে রেয়াত দেওয়া হবে না৷ তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷

এদিকে, উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করেছেন আমিন গৌতম দাম৷ বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি৷ এ ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই৷ এটা উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান তিনি৷

Show More

Related Articles

Back to top button