Barak ValleyEducation

স্কুলে পোশাক বিতরণের সরকারি নির্দেশ নিয়ে বিভ্রান্তি

করিমগঞ্জ : স্কুলে পোশাক বিতরণ নিয়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে করিমগঞ্জে৷ শিক্ষা বিভাগের নির্দেশ মানতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন প্রধান শিক্ষকরা৷ ২০২২-২৩ সালের জন্য ছাত্রছাত্রীদের পোশাক বিতরণের অর্থ বুধবার স্কুলের নামে থাকা কানাড়া ব্যাঙ্কের একাউন্টে ঢুকেছে৷ এই টাকা যাবতীয় নিয়ম-নীতি মেনে শুক্রবারের মধ্যে নির্দিষ্ট ভ্যান্ডারের নামে থাকা একাউন্টে ট্রান্সফার করার নির্দেশ দেওয়া হয়েছে৷

আর এমন নির্দেশেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে৷ বিভাগীয় নির্দেশ অনুযায়ী — পোশাকের জন্য ৩ জনের কমিটি ৩টি পোষাক সরবরাহকারী প্রতিষ্ঠানের ভেন্ডরের কাছ থেকে দরপত্র নিতে হবে৷ এরপর ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একজন ভেন্ডরকে মনোনীত করে পোশাক বিতরণের জন্য একাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে৷

মাত্র ৩ দিনের মধ্যে সব ফরমালিটি পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে স্কুল কর্তৃপক্ষের৷ ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে ভেন্ডরের একাউন্টে টাকা ট্রান্সফারের সময়সীমা ১৫ দিন বৃদ্ধির দাবি জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button