Barak Valley

মৃত্যুর কাছে হার মানলেন পাথারকা‌ন্দির বুব‌রিঘা‌টে সড়ক দুর্ঘটনায় আহত ক‌লেজছাত্র

পাথারকান্দি, ১ এপ্রিল : গত বুধবার স‌ন্ধে প্রায় সা‌ড়ে সাতটা নাগাদ পাথারকা‌ন্দির বুব‌রিঘা‌ট চা বাগা‌নের কালাপুল এলাকায় সংঘ‌টিত বাইক-অল্টো সংঘ‌র্ষে একজ‌নের অকুস্থ‌লে মৃত্যুর পাশাপাশি আরেকজন‌কে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ‌রতি করা হ‌য়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। আজ শনিবার ভোররা‌তে চি‌কিত্‍সাধীন অবস্থায় মৃত্যুর কা‌ছে হা‌র মে‌নে প্রয়াত হয়েছেন তিনি। প্ৰয়াত কলেজছাত্ৰটি বুবরিঘাট বাগানের জনৈক রতন তে‌লেঙ্গার ১৯ বছরের ছেলে মঙ্গল তে‌লেঙ্গা।

প্ৰসঙ্গত, গত ২৯ মাৰ্চ করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন বুব‌রিঘা‌টে মোটর বাইক ও অল্টোর মু‌খোমুখি সংঘ‌র্ষে কুশ তে‌লেঙ্গার পুত্র পূরণ তে‌লেঙ্গা (২৮)-র মৃত্যু হয়েছিল। একই ঘটনায় অপর বাইক আরোহী মঙ্গল তে‌লেঙ্গা গুরুতর আহত হ‌য়ে হাসপাতালে চি‌কিত্‍সাধীন ছিলেন। ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছিল পাথারকা‌ন্দির বুব‌রিঘাট চা বাগা‌নের কালাপুল এলাকায়।

ওই দিন সন্ধ্যারাতে পূরণ তে‌লেঙ্গা ‌নি‌জের মোটর বাইক নি‌য়ে পাথারকা‌ন্দি‌তে আসার প‌থে দুর্ঘটনা‌টি ঘ‌টেছিল। বাইকের পেছ‌নে আরোহী ছি‌লেন ওই বাগা‌নের রতন তে‌লেঙ্গার ক‌লেজ পড়ুয়া পুত্র মঙ্গল তে‌লেঙ্গা। তা‌দের বাইক‌টি কালাপুল এলাকায় পৌঁছ‌লে পাথারকা‌ন্দি থে‌কে টিলাবা‌ড়ি‌ অভিমু‌খী এএস ১০ ‌বি ০২৯৬ নম্ব‌রের এক‌টি দ্রুতগামী অল্টো অর্তকি‌তে বাইক‌টি‌কে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় বাইকের চালক সহ আরোহী সড়‌কে ছিট‌কে প‌ড়ে গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা এগি‌য়ে গি‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রে পাথারকা‌ন্দি সামূ‌হিক হাস‌পাতালে নি‌য়ে যান। কিন্তু কর্তব্যপরত চি‌কিত্‍সক পূরণ‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। পাশাপা‌শি আহত মঙ্গলের অবস্থা সংকটজনক হওয়ায় তা‌কে শিলচর মে‌ডিক্যাল ক‌লেজ হাস‌পাতালে রেফার ক‌রেন ডাক্তার।

জানা গে‌ছে, মৃত চা শ্রমিক পূর‌ণের স্ত্রী সহ মাত্র ২১ দি‌নের এক‌টি শিশুপুত্র র‌য়ে‌ছে। দুর্ঘটনার পর ঘাতক অল্টো গা‌ড়ি ফে‌লে গা ঢাকা দি‌য়ে‌ছিল চালক।

জানা গেছে, আজ শনিবার মঙ্গল তে‌লেঙ্গার মৃত‌দেহ ময়না তদ‌ন্তের পর প‌রিবা‌রের হা‌তে সম‌ঝে দিয়েছে পু‌লিশ।

এদি‌কে দুর্ঘটনায় একই এলাকার দুই যুবকের মৃত্যুতে গ‌ভীর শোক ছ‌ড়ি‌য়ে প‌ড়েছে বুব‌রিঘাট বাগা‌নে। শোকে মর্মাহত প্রায় আট শতাধিক শ্রমিক ও বাগান পঞ্চায়েতের পদাধিকারীরা এক দিবসীয় কর্মবির‌তি পালন ক‌রেন। পাশাপা‌শি তাঁরে দুই মৃ‌তের প‌রিবার‌কে আর্থিক সাহায্য পাই‌য়ে দি‌তে পাথারকান্দির সার্কল অফিসার, বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলাশাসকের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছেন। আজকের কর্মবিরতি কর্মসূচিতে অন্যান্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জয়হ‌রি সা‌লিয়া, মঙ্গল সা‌লিয়া, সত্য‌নন্দ বাউরি, র‌ঞ্জিত কোহার, বি তন্তুবাই, জগন্নাথ সা‌লিয়া, এম সা‌লিয়া, সোনামা‌লি কন্দ, সিতনা তে‌লেঙ্গা, বি‌কি পাণ্ডে গুড্ডু তেওয়া‌রি প্রমুখ বিশিষ্টজন।

Show More

Related Articles

Back to top button