Barak ValleyEntertainment

করিমগঞ্জের তিনটি রঙালি বিহু উদযাপন কমিটিকে মুখ্যমন্ত্রীর বিশেষ অনুদান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার তিনটি রঙালি বিহু উদযাপন কমিটিকে মুখ্যমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মঞ্জুরকৃত দেড় লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার করিমগঞ্জে তাঁর সরকারি কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলার অন্তর্গত বদরপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ করিমগঞ্জ জেলা রঙালি বিহু সম্মিলন, বড়গুল রঙালি বিহু সম্মিলন কমিটি এবং সদৌ বরাক উপত্যকা খিলঞ্জিয়া রঙালি বিহু সম্মিলনের কর্মকর্তাদের হাতে দেড় লক্ষ টাকা করে রাজ্য সরকারের এই অর্থ সাহায্য তুলে দেওয়া হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনু্ষ্ঠানে জেলাশাসক যাদব বলেন, রঙালি বিহু উদযাপনে রাজ্য সরকার এই অর্থ সাহায্য দিয়েছে। এর ফলে অসমের সাংস্কৃতিক ঐতিহ্য বিহু আরও সুন্দরভাবে উদযাপন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অসম রাজ্য পরিবহণ নিগমের অধ্যক্ষ মিশনরঞ্জন দাস রাজ্য সরকারের পক্ষ থেকে বিহু কমিটির কর্মকর্তাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে সাধুবাদ জানান। তিনটি বিহু উদযাপন কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সাহায্য প্রদান করার জন্য সন্তোষ প্রকাশ করে সুব্রত বলেন, এই অর্থ সাহায্যের ফলে বিহু উদযাপন আরও সুন্দরভাবে করা সম্ভব হবে। তাছাড়া এই উত্‍সব সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আধিক সুদৃঢ় করবে।

আজকের অনুষ্ঠানে করিমগঞ্জের পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব করিমগঞ্জ জেলায় বিহু উদযাপন সহ নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিহু কমিটির কর্মকর্তাগণ সহ ডিডিসি বিক্রম দেবশর্মা প্রমুখ বহুজন অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Back to top button