Barak Valley

মনোজ শব্দকরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে SP-কে স্মারকপত্র

করিমগঞ্জ : যাত্রীদের হাতে খুন হওয়া গাড়ি চালক মণি শব্দকরের ঘটনার তদন্ত চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে হিন্দুরক্ষী দল৷ বৃহস্পতিবার সংগঠন সহকারী সম্পাদক দীপক দে-র নেতৃত্বে সদস্যরা দেখা করেন SP পার্থপ্রতিম দাসের সঙ্গে৷ ঘটনার উপযুক্ত তদন্ত করে খুনি যাত্রীদের গ্রেফতারের দাবি জানান তারা৷

স্মারকপত্রে বলা হয়েছে, এ ধরনের ঘটনা বাড়ছে৷ দুষ্কৃতীরা প্রশাসনকে ভয় পাচ্ছে না৷ তাই ঘটনার তদন্ত করে হত্যাকারীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানানো হয়েছে স্মারকপত্রে৷

SP জানান, ঘটনার তদন্ত চলছে৷ খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে বলে তাঁদের আশ্বস্ত করেছেন SP.

Show More

Related Articles

Back to top button