Barak ValleyEducationScience & Tech

Science & Technology centre-র জমি জটিলতা দূর করতে উদ্যোগ কমলাক্ষের

করিমগঞ্জ : উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম এলাকায় প্রস্তাবিত District Science & Technology centre-র গড়ে ওঠার ক্ষেত্রে আর কোনো জটিলতা রইল না৷ প্রস্তাবিত centre-এ গেলে পৌঁছতে গেলে প্রয়োজন ছিল একটি রাস্তার‌৷ এতদিন রাস্তার অভাবেই আটকে ছিল এই প্রকল্প৷ প্রায় ১০ বিঘা জমির উপর গড়ে উঠবে জেলার বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র, কিন্তু রাস্তা ছিল না৷ দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেনের একখন্ড জমি বেছে নেওয়া হয়েছিল অ্যাপ্রোচ রোড নির্মাণের জন্য৷ ত্রিগুণা সেন প্রয়াত হয়েছেন অনেক বছর আগে৷ উত্তরাধিকার সূত্রে এখন এই জমি রয়েছে অরূপ সেনের তত্ত্বাবধানে৷

বেশ কিছুদিন থেকেই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ অরূপ সেনের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন৷ অবশেষে জেলার সার্বিক স্বার্থের কথা চিন্তা করে মঙ্গলবার সেই জমিটি দান করে দিলেন অরূপ সেন৷

এদিন সার্কল অফিসার অন্তরা সেন আর বিধায়ক কমলাক্ষকে সাক্ষী করে জমির NOC প্রদান করেন অরূপ সেন৷

এ ব্যাপারে বিধায়ক কমলাক্ষ জানান, যাবতীয় জটিলতা কাটিয়ে এবার মাইজগ্রামে গড়ে উঠবে জেলার প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র৷ এই কেন্দ্র গড়ে উঠলে জেলার শিক্ষার মান আরো উন্নততর হবে বলে তিনি আশাবাদী৷

Show More

Related Articles

Back to top button