Barak Valley
করিমগঞ্জ শহরে বিশুদ্ধ পানীয় জলের অভাব

করিমগঞ্জ, ২১ এপ্রিল : বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে করিমগঞ্জ শহরে । ফলস্বরূপ হাহাকার পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে শহরবাসীর মধ্যে । জনপ্রতিনিধিদের নীরব ভূমিকায় চাপা ক্ষোভ রয়েছে গোটা শহর জুড়ে ।
জেলা সদরের লঙ্গাই জল সরবরাহ কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের সরবরাহ করা হচ্ছে না শহরের অধিকাংশ এলাকায় ।
গত বেশ কিছুদিন ধরেই এই সমস্যায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা ।
বিগত দুই মাস আগে করিমগঞ্জ সফরে এসে বিভাগীয় মন্ত্রী লঙাই পুরনো প্লান্ট সংস্কারের প্রতিশ্রুতি দিলে এখনও সেই একই অবস্থা । এমন অবস্থায় রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে দেখা গেছে শহর জুড়ে ।
শহরবাসী এমর্মে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।