National
জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকানের নোংরা পরিষ্কার, ভিডিও ভাইরাল হতেই চরম পদক্ষেপ পুলিশের

সংবাদ সংস্থা, নয়াদিল্লি:এই দেশে থেকে, এই দেশের খেয়ে পড়ে এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে? কখনো দেখা যাচ্ছে জাতীয় সঙ্গীতের অপমান, কখনো জাতীয় পতাকার অপমান!
এবার জাতীয় পতাকা অবমাননা করার খবর সামনে এল। জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকানের নোংরা পরিষ্কার করার অভিযোগ উঠেছে দোকানের এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দাদরা ও নগর হাভেলিতে। জানা গিয়েছে, জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকান পরিষ্কার করেছে ওই দোকানদার। এই ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তীব্র শোরগোল শুরু হয়।জানা যাচ্ছে, অভিযুক্ত ওই দোকানদারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অভিযুক্ত ঐ দোকানদারের নাম সইফ কুরশি।