Barak Valley
আজ হাইলাকান্দির ছয়টি জিপিতে একাউন্ট খুলে দিতে ক্যাম্প

জনসংযোগ, হাইলাকান্দি, ২৪ এপ্রিল : মঙ্গলবার হাইলাকান্দি জেলার ছয়টি জিপিতে জনসুরক্ষার অধীনে জনসাধারণকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এই ছয়টি জিপি হল বড়বন্দ, চন্দ্রপুর, রাজ্যেশ্বরপুর,জোসনাবাদ-উমেদনগর আয়নাখাল, লালামুখ । এই ছয়টি জিপি কার্যালয়ে ২৫ এপ্রিলের শিবিরটির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং লিড ব্যাংকের ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। জনসাধারনকে এই শিবির গুলির সুযোগ নেবার আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে।