সুদানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে শুরু ‘অপারেশন কাবেরি’, ঘোষণা করলেন এস জয়শংকর

সংবাদ সংস্থা, নয়াদিল্লি : কাভেরি অভিযান শুরু করেছে ভারত। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে সেই দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর জন্যে দ্রুত অভিযান শুরু করল ভারত।
সোমবার (২৪ এপ্রিল), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, প্রায় ৫০০ ভারতীয় নাগরিক দেশে ফেরার জন্য পোর্ট সুদানে উপস্থিত হয়েছেন। এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কাবেরী’।
এই বিষয়ে এস জয়শঙ্কর টুইটে বলেছেন, “সুদানে আটকে থাকা নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন কাবেরী শুরু করা হয়েছে। প্রায় ৫০০ ভারতীয় পোর্ট সুদানে পৌঁছে গিয়েছে। আরও অনেক রাস্তায় আছেন। আমাদের জাহাজ এবং বিমান তাদের ঘরে ফিরিয়ে নিয়ে আসার জন্য তৈরি রয়েছে। আমাদের সকল ভাইবোনদের সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রতিবদ্ধ।”
উল্লেখযোগ্য যে, সুদান থেকে ভারতীয়দের নিরাপদে নিয়ে আসার জন্য কয়েকদিন আগে সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন জয়শঙ্কর।
এবং কথা বলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে। এরপর রবিবার আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে উদ্যোগ নেয় ভারত সরকার।