করিমগঞ্জের খাগাইলে ড্রাগস সমেত আটক পাচারকারী

নিলামবাজার, ২৬ এপ্রিল : ড্রাগস বিরোধী অভিযানে নেমে আরও একবার বড় সাফল্য পেয়েছে করিমগঞ্জের নিলামবাজার পুলিশ। দামি কার (চার চাকার গাড়ি) সহ জনৈক ড্রাগস পাচারকারীকে আটক করেছে পুলিশ। তার হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি সাবানের কেসে ৪৫ গ্রাম হেরোইন।
জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ বুধবার নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে অভিযানে নামে। এর পর খাগাইল এলাকায় একটি বিলাসী বাহনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হেরোইন। ড্রাগস পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশ জনৈক মুজির উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে।
ধৃত মুজির উদ্দিনের মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের এক সূত্রে জানা গেছে।
পুলিশের ওই আধিকারিক জানান, মাদক পাচারকারী মুজির উদ্দিনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে পুলিশের। মাদক পাচারের ফরোয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিংক খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে।