National

সন্ত্রাসবাদ মুক্ত করতে ফের কঠোর পদক্ষেপ কেন্দ্রের, বন্ধ করা হল ১৪টি মোবাইল মেসেঞ্জার অ্যাপ

নয়াদিল্লি, ১ মে : সন্ত্রাসবাদ মুক্ত করতে আরও একটি কঠোর পদক্ষেপ নিল ভারত সরকার। পাকিস্তান থেকে বার্তা গ্রহণ করে, সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যে মোবাইল মেসেঞ্জার অ্যাপগুলি ব্যবহার করা হয় সেগুলিকে বন্ধ করে দিল কেন্দ্র। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১৪টি মোবাইল মেসেঞ্জার অ্যাপ ব্লক করেছে।

এর মধ্যে রয়েছে ক্রিপভাইসার, এঞ্জিমা, সেফসইউস, উইক্রমি, মিডিয়াফায়ার, ব্রায়ার, বি চ্যাট, নাদবক্স, কনিয়ন, আই এম ও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জ্যাঙ্গি, থ্রিমা নামক ১৪টি মোবাইল মেসেঞ্জার অ্যাপ। সন্ত্রাস ছড়ানোর দায়ে জম্মু ও কাশ্মীরে এই ১৪টি অ্যাপ ব্লক করেছে কেন্দ্র।

Show More

Related Articles

Back to top button