করিমগঞ্জের দরগাহবাজারে জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

বদরপুর, ৩মে : করিমগঞ্জের বদরপুর দরগাহবাজার এলাকার নয়াপাতন গ্রামে জলে ডুবে মৃত্যু ঘটল দুই স্কুল পড়ুয়ার। স্কুল থেকে বাড়িতে ফিরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুকন্যার। স্কুল থেকে বাড়ি ফিরে নির্জন এলাকায় স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটে একই গ্রামের সহপাঠী দুই স্কুল ছাত্রীর।
জানা গেছে, নয়াপাতন গ্রামের নজরুল ইসলাম ও লায়লা বেগমের কন্যা রুসতানা বেগম (১৪) ও রুসনা বেগম এবং হারুন আলির কন্যা নাজিরা বেগম (১০) স্নান করতে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে তারা ঘরে না ফেরায় শুরু হয় খোঁজখবর। শেষে নিজদের বাড়ি সংলগ্ন পুকুরে ভেসে ওঠে কন্যা সন্তান দুটির নিথর দেহ।
সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বদরপুর থানায়। বদরপুর থানার ওসি ইন্সপেক্টর সমেশ্বর কোঁওর ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনায় শোক এলাকাজুড়ে ।