Barak Valley

৮ নং ওয়ার্ডে রাস্তার উদ্বোধন করে উন্নয়নে গুরুত্ব মিশন-সুব্রতর

করিমগঞ্জ : পৌরসভার ৮ নং ওয়ার্ডে ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি রাস্তার উদ্বোধন করলেন ASTC chairman মিশন রঞ্জন দাস৷ তিনি বলেন, রাস্তাঘাট যত উন্নত হবে, ততোই সহজ হবে যোগাযোগ ব্যবস্থা৷ মানুষের সুবিধা অনেক বাড়বে৷ তাই তিনি রাস্তা তৈরির উপর গুরুত্ব দেন৷

বৃহস্পতিবার শহরের লক্ষীবাজার রোড এলাকায় রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব বলেন, বিজেপি বোর্ড মাত্র ক’মাসের মধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে সফল হয়েছে৷ এক বছরের মধ্যে শহর এলাকার অন্যান্য রাস্তার কাজও সম্পন্ন হয়ে যাবে৷

তিনি বলেন, পৌরসভা শহরের জনগণের সব ধরনের সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ৷ রাজ্য সরকারের সহযোগে পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা সহ শহরের বিভিন্ন সমস্যার সমাধানে পৌরসভা একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে৷

জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, সব ওয়ার্ডে রাস্তার কাজ চলছে৷ কাজ ও যথেষ্ট ভালো হচ্ছে৷ বলেন, আগামীতে শহরের পৌরসভার অধীন সবকটি রাস্তাই পাকা হয়ে যাবে৷ এর ফলে মানুষের দুর্গতি কমবে৷ তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই পৌরবোর্ড কাজ করছে৷ তিনি এজন্য শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন৷

শহর মন্ডর সভাপতি কিশোর দে ও ওয়ার্ড কমিশনার জয়শ্রী চক্রবর্তী পৌরসভার কাজে সন্তোষ ব্যক্ত করে বলেন, এখন পৌর এলাকার দ্রুত উন্নয়ন হচ্ছে৷

Show More

Related Articles

Back to top button