Barak Valley

বদরপুরে পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩ পাচারকারী

করিমগঞ্জ : মাদকসহ বিভিন্ন চোরা পাচার বিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশ ব্যাপক সাফল্য পাওয়ার পর এবার পিস্তল সহ ৩ দুষ্কৃতীকে আটক করতে সক্ষম হয়েছে৷ ধৃতরা হলেন মুমিন উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম ও জয়নাল আহমেদ৷ শনিবার দুপুরে বদরপুর থানার ওসি সোমেশ্বর কানোয়ার দলবল নিয়ে অভিযানে নেমে আলেখারগুল নতুন বাজার এলাকায় এই সাফল্য পান৷ একটি স্কুটিতে করে যাওয়া ৩ ব্যক্তিকে তল্লাশি চালিয়েই এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ পাশাপাশি পুলিশ আটক করেছে স্কুটিটিও৷ ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা৷

Show More

Related Articles

Back to top button