Barak Valley
রাষ্ট্রীয় স্তরে সাফল্য পেল নূপুর নৃত্যালয়

করিমগঞ্জ : ফের সাফল্য পেল করিমগঞ্জের নুপুর নৃত্যালয়৷ এবারে জাতীয় নয় রাষ্ট্রীয়স্তরে উজ্জ্বল হল নুপুর নৃত্যালয়ের নাম৷ এম এস এফ ইন্ডিয়ার আয়োজনে গুয়াহাটিতে আয়োজিত এই রাষ্ট্রীয় গৌরব নৃত্য শিল্পী প্রতিভা সম্মান ২০২৩ পেলো ১০ জন ছাত্রী৷ তারা হলো আয়ুস্মিতা দেব, সমৃদ্ধি দাস, মোহনা সাহা,অভনী রায়, জয়শ্রী শীল, তনুশ্রী দাস, সৃষ্টি আচার্য্য, তানসা দত্ত, মেঘনা দাস, রুহি দাস।
অন্যদিকে পলক কুড়ির মাথায় আরও এক নতুন পলক যোগ হলো। বেস্ট ডান্সার অব দ্যা ইয়ার ২০২৩ এর রাষ্ট্রীয় সন্মান তাকে দেওয়া হয়৷ পায়েল চক্রবর্তী কুড়ি বেস্ট কোরিয়গ্রাফার সন্মানে সন্মানিত করা হয়।
অন্যদিকে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে দ্বিতীয় সৃষ্টি আচার্য, তৃতীয় জয়শ্রী শীল ও বেস্ট ডান্সার পুরুস্কার মোহনা সাহা।