Barak Valley
মাছিমপুরে সেনা পেনশন সংক্রান্ত শিবির ২৫ ও ২৬ মে

জনসংযোগ, হাইলাকান্দি, ২২ মে : হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান ও কর্মকর্তাদের পেনশন এবং পারিবারিক পেনশন প্রদানের পোর্টেল “স্পর্শ” সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আগামী ২৫ ও ২৬ মে কাছাড় জেলার মাছিমপুরে এক শিবির অনুষ্ঠিত হবে। যাদের পেনশন সংক্রান্ত কাগজপত্র স্পৰ্শ পোর্টালে স্থানান্তরিত হয়েছে কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা কার্যকর হয়নি, তাদেরকে ওই শিবিরের সুযোগ নিতে আবেদন জানানো হয়েছে।