Barak Valley
মাটিজুরি সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ

জনসংযোগ, হাইলাকান্দি, ২২ মে : হাইলাকান্দি পূর্ত রোড ডিভিশন এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে কাটাখাল নদীর উপর মাটিজুরি সেতু দিয়ে যাত্রীবাহী যান সহ সব ধরনের ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সেতু টি দুর্বল হয়ে পড়ায় ওই সেতু দিয়ে কেবল চার চাকার প্রাইভেট যান সহ হালকা যানবাহন গুলি চলাচল করা যাবে বলে জানানো হয়েছে।