Assam
মৰ্মান্তিক! আসামের গুয়াহাটিতে ভয়াবহ পথ দুৰ্ঘটনায় কলেজের ৭জন ছাত্ৰ নিহত

সংবাদ সংস্থা, গুয়াহাটি : আসামের গুয়াহাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন ৭ জন ছাত্র। গোটা অসমে শোকের ছায়া পড়েছে।
গুয়াহাটির জালুকবাড়িতে রাতে সংঘটিত হয় । এই দুর্ঘটনায় জায়গাতেই মারা যান Assam engineering college in Guwahati র ৭ জন ছাত্র।
নিহত ছাত্ররা : ডিব্ৰুগড়ের ইমন বরুয়া, শিবসাগরের কৌশিক মোহন, মঙলদৈর কৌশিক বরুয়া, গুয়াহাটীর নিয়র ডেকা, মাজুলীর রাজ কিৰণ ভূঞা, নগাঁওর উপাংশু শৰ্মা, গুয়াহাটীর অরিন্দম ভাওয়াল বলে শনাক্ত করা হয়েছে।
তারা কলেজের তৃতীয় ষান্মাসিকের ছাত্ৰ ও ৭নং হোষ্টেলের আবাসি বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন ছাত্র।