Barak Valley
ডিসি অফিসে ৪ আধিকারিককে বিদায় সংবর্ধনা

করিমগঞ্জ : বদলি হলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক জেমস আইন্ড, করিমগঞ্জ সদর সার্কল অফিসার অন্তরা সেন, সহকারী কমিশনার তোয়াহির আলম, বহ্নিকা চেতিয়া (চুতিয়া)৷ করিমগঞ্জে যোগদানের পর গত ২ বছর বেশ কয়েকটি বিভাগের দায়িত্ব গুরুত্ব সরকারে পালনা করে গেছেন ৪ আধিকারিক৷
শনিবার জেলাশাসকের সভা কক্ষে তাদের বিদায় সংবর্ধনা জানানো হয়৷ সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের উত্তরীয়, নানা উপহার সামগ্রী সহ মানপত্র দিয়ে বিদায় সংবর্ধনা জানান জেলাশাসক মৃদুল কুমার যাদব৷ বিদায়ী আধিকারিকদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সূব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অনেকে৷