কুড়ি লক্ষের ইয়াবা সহ কালীগঞ্জে আটক ২

কালীগঞ্জ : ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট সহ কালীগঞ্জে আটক ২, পলাতক ২৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ বাজারের নিকটবর্তী রতনপুর গ্রামের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট পাচারকারী সহ অটো চালককে আটক করতে সক্ষম হন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষকুমার নাথ৷
তিনি জানান, তাঁর কাছে খবর আসে কোনও ধরনের নেশা জাতীয় বস্তু পাচার করা হচ্ছে কালীগঞ্জ থেকে৷ খবর পেয়েই তিনি অভিযানে নেমে পড়েন৷ খবর দেন করিমগঞ্জ DSP HQ গীতার্থ দেবশর্মাকে৷ তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পিছু ছাড়েননি জ্যোতিষকুমার নাথ৷
এতে কালীগঞ্জের সামস উদ্দিন ও অটো চালক বদরপুরের কোণাপাড়া গ্রামের জলিল আহমদকে ধরতে সক্ষম হন তিনি৷ কিন্তু দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান DSP গীতার্থ দেবশর্মা৷ তিনি আরও বলেন, যারা পালিয়েছে, তাদের ঘর কালীগঞ্জে৷ খুব শীঘ্রই তাদের আটক করা হবে বলে জানান DSP গীতার্থ শর্মা৷ তিনি জানান, মোট ৮০ প্যাকেটে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে৷ এর ওজন ১ কেজি ৫৩ গ্রাম৷ যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে জানান DSP দেবশর্মা৷