Barak Valley

করিমগঞ্জের বদরপু‌রে মুখোমুখি দু‌টি ট্রাক, হতাহত তিন

বদরপুর, ১০ জুন : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরে ৮ নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এক ট্রাক চালক। নিহত ট্রাক চালককে বাখরশালের বাবর হুসেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন দুজন। আহত অপর ট্রাকের চালক উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের বাসিন্দা বিকাশ পালের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কান্দিগ্রাম এলাকায় ।

আজ রবিবার সকালে বদরপুর থে‌কে এএস ০১ জিসি ৭৪৪৭ নম্ব‌রের এক‌টি ট্রাক ক‌রিমগঞ্জে যাচ্ছিল। কিন্তু কান্দিগ্রাম এলাকায় বিপরীত থে‌কে আগত এএস ০১ ইসি ৭০৭৮ নম্ব‌রের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় দুটি ট্রাকের অগ্রভাগ। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দ শুনে অকুস্থলে ছুটে যান স্থানীয় মানুষ। ইত্যবসরে খবর পেয়ে ছুটে যায় বদরপুর থানার পুলিশ। তাঁরা নিহত ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। পাশপাশি গুরুতর আহত অপর চালক বিকাশ পালকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রাক নিজেদের জিম্মায় নিয়েছে বদরপুর পু‌লিশ।

Show More

Related Articles

Back to top button