Barak Valley
করিমগঞ্জের নিলামবাজারে দুঃসাহসিক ডাকাতি, আহত গৃহকর্তা সহ দুই

নিলামবাজার : দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার এলাকার কেউটকোণা গ্রামে সংগঠিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন গৃহকর্তা ময়নুল হক এবং তাঁর ছেলে।
ঘটনা আজ মঙ্গলবার ভোররাতে সংগঠিত হয়েছে। ডাকাত দলের হামলায় গৃহকর্তা ও তাঁর ছেলে গুরুতর আহত হয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিত্সাধীন।
জানা গেছে, প্রায় ১২ জনের একটি ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে কেউটকোণা গ্রামের ময়নুল হকের ঘরের দরজা ভেঙ্ ভিতরে প্রবেশ করে ঘরের সদস্যদের বেঁধে নগদ লক্ষাধিক টাকা সহ মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে কেটে পড়ে।