পাথারকান্দিতে হেরোইন সমেত গ্ৰেফতার দুই মহিলা সহ তিন মাদক কারবারি

পাথারকান্দি, ১৭ জুন : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দিতে সন্দেহজনক হেরোইন সমেত দুই মহিলা সহ গ্রফতার হয়েছে তিন মাদক কারবারি।
পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমরজিত্ বসুমতারি জানান, গোপন খবরের ভিত্তিতে আজ শনিবার সকালে দলবল নিয়ে কাবাড়িবন্দ গ্রামে অভিযান চালিয়ে সন্দেহজনক হেরোইন, নগদ টাকা সমেত দুই মহিলা সহ তিন মাদক কারবারিকে ধরে থানায় নিয়ে আসা হয়। তাঁরা কাবাড়িবন্দ এলাকার প্রয়াত একলাস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে চারটি সাবান কেসে ৪৪ গ্রাম হেরোইন জাতীয় মাদকদ্রব্য ও নগদ ৮৫ হাজার ৩৯০ টাকা বাজেয়াপ্ত করেছেন। মাদক কারবারের জড়িত থাকার অভিযোগে আটক করা হয় একলাস উদ্দিনের ছেলে নজমুল হক ওরফো রাজা এবং দুই মহিলাকে।
ওসি বসুমতারি জানান, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রজু করে তাদের গ্রেফতার করে তদন্ত শুরু করেছেন তাঁরা।