Barak Valley

শিলচর-নাহারলাগুন ট্রেন আজ থেকে, সিদ্ধান্তে সন্তোষ

শিলচর, পিএনসি : আগামী ১৯ জুন সোমবার থেকে শিলচর ও নাহরলাগনএর মধ্যে একটি গ্রীষ্মকালীন ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্তে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান। তিনি সাংবাদিকদের বলেন যে পরিষদের এর সঙ্গে আরো দুটি দাবি ছিল যে ট্রেন খানা রঙিয়া ও বিশ্ব নাথ চারিআলি হয়ে যেন যায়।

এছাড়া শিলচর ও তিনসুকিয়ার মধ্যে বর্তমানে যে বরাক-ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেস সপ্তাহে একদিন করে চালানো হয় সেটিকে সপ্তাহে তিনদিন চালাতে হবে। কিন্তু এই শিলচর -নাহরলাগন সাপ্তাহিক স্পেশাল ট্রেন ডিমাপুর ডিফু তিনসুকিয়া,ধেমাজী ও উত্তর লক্ষীমপুর ও হারমতি হয়ে যাবে , ফলে বরাক উপত্যকা থেকে ওই এলাকায় যেতে ইচ্ছুক যাত্রীরা উপকৃত হবেন। তবে রঙিয়া বিশ্বনাথ চারিয়ালি গামী যাত্রীগন সরাসরি রেল যাত্রার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন।

হারাণ বাবু বলেন যে নাহরলাগন ও শিলচরের মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য পরিষদের অনুরোধে লোকসভা সদস্য কৃপানাথ মালাহ ও রাজ্যসভা সদস্য অজিত ভূঁইয়া রেল বিভাগের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। তিনি এই ট্রেন চালানোর ব্যবস্থা করায় উত্তর পূর্ব সীমান্ত রেলের তদানীন্তন জেনারেল ম্যানেজার আনিসুল গুপ্ত ও বর্তমান পিসিওএম বিবেক শ্রী বাস্তবকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Back to top button