Barak Valley
হাইলাকান্দির বিভিন্ন স্থানে পশু চিকিৎসা শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ২৪ জুন : হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে শনিবার পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে জেলায় গবাদি পশুর দেখা দেওয়া বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভেটনারি বিভাগের ব্যবস্থাপনায় জেলার রাঙ্গাবাগ আলগাপুর বাশডর এবং মাটিজুরিতে এই চিকিৎসা শিবির গুলি অনুষ্ঠিত হয়। শিবির গুলিতে লাম্পি স্কিন ডিজিজ এর চিকিৎসা করা হয়। শনিবার জেলায় চা্রটি শিবিরে ৪৯০ টি গবাদি পশুর চিকিৎসা করা হয়।