Barak ValleyBusiness

করিমগঞ্জের কানিশাইলে ব্যবসায়ীর গুদাম থেকে বাজেয়াপ্ত ২০০ বস্তায় ১০০ কুইন্টাল চাল

কানিশাইল : করিমগঞ্জ শহর সংলগ্ন পোয়ামারা এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিনের গুদাম থেকে রবিবার রাতে প্রায় ১০০ কুইন্টাল চাল উদ্ধার করা হয়েছে৷ সন্দেহ, এগুলো সরকারি চাল৷ প্যাকেট বদল করে চালগুলো গুদামে রাখা হয়েছে৷ সরবরাহ বিভাগের পরিদর্শক সঞ্জয় গোস্বামী গিয়ে চালের প্যাকেটগুলো বাজেয়াপ্ত করে এনেছেন৷ গোস্বামী বলেন, চালগুলো সরকারি কিনা সে নিয়ে তদন্ত করা হবে৷ FCI-এ চালের নমুনা পাঠানো হয়েছে৷ সেখান থেকে report আসার পর প্রমাণিত হবে চালগুলো সরকারি কিনা৷ তাছাড়া গুদামের মালিক কাগজও দেখিয়েছেন বলে জানান সঞ্জয় গোস্বামী৷ তিনি আরও বলেন, পুলিশ সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাতে৷ কিন্তু পুলিশ গুদাম সিল না করেই ফিরে এসেছে৷ পরে বিভাগীয় তরফে চাল বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়৷ এদিকে, বিশেষ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নাজিম AIUDF দলের নেতা৷ তবে উদ্ধার হওয়া চাল নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে৷

Show More

Related Articles

Back to top button