North-East

তিন লক্ষ টাকার ইয়াবা টেবলেট আটক

ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : রাজ্যে প্রবেশের পথে তিন লক্ষ টাকার ইয়াবা টেবলেট সহ রাজ্য ও বহিঃরাজ্যের দুই যুবক যুবতী আটক দামছড়া থানার পুলিশের হাতে। মঙ্গলবার সকালে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার ওসি রাজু ভৌমিকের নেতৃত্বে ত্রিপুরা-অসম সীমান্তের পূর্ব রাধা কিশোর পুর নাকা পয়েন্টে অসম থেকে আসা AS-11F-4400 নাম্বারের একটি ইয়ন গাড়ি আটক করে পুলিশ।

গাড়িতে থাকা যুবক যুবতীর কাছ থেকে উদ্ধার হয় ৩ প্যাকেটে ৬০০ টি ইয়াবা ট্যাবলেট। আটক করা হয় যুবক যুবতীকে। ধৃতরা হল খেদাছড়া থানাধীন বাহাদুর পাড়ার বাসিন্দা করান্তি রিয়াং, বয়স ২৮ বছর এবং অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাসিন্দা কবির আহমেদ, বয়স ২৪ বছর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি মোবাইল ফোন। দামছড়া থানার ওসি রাজু ভৌমিক জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারে মূল আনুমানিক তিন লক্ষ টাকা হবে।

Show More

Related Articles

Back to top button