Barak Valley
রাস্তার পাশে থাকা অস্থাবর সম্পত্তি সরানোর নির্দেশ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের বাবা হোটেল থেকে পুলিশ পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। করিমগঞ্জের পূর্ত এন এইচ ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে ওই রাস্তা প্রশস্ত করণের কাজের সাথে করিমগঞ্জ শহরের ঘাট লাইন থেকে পুলিশ পয়েন্ট পর্যন্ত রাস্তার ধারের নালা শীঘ্রই নির্মাণ করা হবে। তাই পূর্ত জাতীয় সড়কের জমিতে থাকা সব ধরনের অস্থাবর সম্পত্তি অতি শীঘ্র সরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে, যাতে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। তাই জনগণকে সব ধরনের সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।