অমৃত বৃক্ষ আন্দোলনের পর্টেলে রেজিস্ট্রেশনের আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ২২ আগস্ট : হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জেলার সব সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে অমৃত বৃক্ষ আন্দোলনের জন্য পর্টেলে রেজিস্ট্রেশনের আবেদন জানানো হয়েছে। সমগ্র রাজ্যে এক কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রার অমৃত বৃক্ষ আন্দোলন নামক এই কর্মসূচিতে পর্টেল aba.assam.gov.in – এ রেজিস্ট্রেশনের আবেদন জানানো হয়েছে। এই কর্মসূচি সফল করে তুলতে এ সংক্রান্ত মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে সরকারি কর্মকর্তা এবং জনসাধারণের প্রতিও আবেদন জানানো হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করার পদ্ধতি https://play.goole.com/store/apps/ details?id=com.aedc.aba জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কাজে সাহায্যের জন্য দুটি মোবাইল ফোন নম্বর চালু করা হয়েছে। ফোন নম্বর ডিউটি হলো 9864037776 এবং 9435103612 । আগামী ২৫ আগস্ট এর মধ্যে জেলার সব বিভাগীয় প্রধানদেরকে তাদের অধীনস্থ সব ক্ষেত্র পর্যায়ের কর্মকর্তা সহ কার্যালয়ের কর্মচারীদের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করতে জেলার সব বিভাগীয় প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।