করিমগঞ্জের হাতিখিরা বাইপাসে ট্রাক-পিয়াগো সংঘর্ষ, গুরুতর আহত এক

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার হাতিখিরা বাইপাসে ট্রাক এবং পিয়াগোর সংঘর্ষজনিত দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একজন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তিনি পিয়াগো ভ্যানের চালক বলে জানা গেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিত্সার জন্য মাকুন্দা হাসপাতালে পাঠিয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে লোয়াইরপোয়া এলাকার হাতিখিরা বাইপাস সড়কের ২০ নম্বর এলাকায়। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জনৈক রিঙ্কু নাথ জানান, আজ (রবিবার) বিকাল প্রায় পৌনে চারটা নাগাদ চুড়াইবাড়ি থেকে সলগই যাওয়ার পথে এএস ২৪ সি ৬৬৭৯ নম্বরের একটি পিয়াগো ভ্যান বেপরোয়া দ্রুতগতিতে হাতিখিরা বাইপাসে আসে। এমন সময় গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী জেকে ০২ বিকিউ ৭৭৬৯ নম্বরের একটি রং বোঝাই লরি পিয়াগোটিকে পাশ কাটতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
লরির সঙ্গে সংঘর্ষ হলে পিয়াগো ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন চালক। এদিকে ভ্যানটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পাশের জমিতে গড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবলে লরির চালক ও সহচালক অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের জিম্মায় নিয়েছে।