সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তাদের সংবর্ধনা শিলচরের ডিজায়ার উইমেন্স সোসাইটির

মিনহাজুল আলম তালুকদার : বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করল শিলচরের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডিজায়ার ফোর লাইফ রিসার্চ ট্রেইনিং অ্যাণ্ড ডেভেলাপমেন্ট সোসাইটি’। শহরের বিবেকানন্দ রোডে অবস্থিত সোসাইটির কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। সর্বধর্ম সমন্বয় সভার সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন ও সংস্থার কেন্দ্রীয় সম্মানীয় সদস্য তথা প্রাক্তন পুলিশ আধিকারিক আলিম উদ্দিন মজুমদারকে উত্তরীয় সহ উপহার সামগ্রী দিয়ে সম্মান জানান ডিজায়ার সোসাইটির ন্যাশনাল উইমেন্স প্রেসিডেন্ট গীতা পাণ্ডে শর্মা সহ অন্যান্য পদাধিকারীরা। সংস্থার কর্মপ্রয়াসের প্রশংসা করার পাশাপাশি সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন গীতা পাণ্ডে শর্মাজী। উভয় সংস্থার কর্মকর্তারা এখন থেকে সৌহার্দ্যপূর্ণ ভাবে এক সঙ্গে কাজ করার সংকল্প নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জু দেবী, জাসমিনা বেগম মজুমদার, বিনিতা কুমারী, তানিয়া তাতোয়া, পুনম পান্ডে, কোনাল গোস্বামী, গৌরী নাথ সহ সোসাইটির অন্যান্য কর্মকর্তারা।