Barak Valley
পাইপ লাইনে মেরামতি, করিমগঞ্জে জল সরবরাহ বিঘ্নিত হবে

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের আজাদ সাগর রোডে ঈদগাহর সামনে বৃহস্পতিবার পানীয় জল প্রকল্পের পাইপ লাইনের মেরামতির কাজ চলবে৷ ফলে করিমগঞ্জ শহরের কিছু অংশে শুক্র ও শনিবার জল সরবরাহ বিঘ্নিত হবে৷ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, এই মেরামতির কাজের জন্য ডিসি বাংলো জলাধারের আওতাধীন করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট সংলগ্ন এলাকা, আজাদ সাগর রোড, মালিপাড়া রোড, লঙ্গাই রোডের কিছু অংশ, ঈদগাহ সংলগ্ন এলাকা নয়াবাড়ি-সেটেলমেন্ট লিংক রোড ও লক্ষীচরণ রোডের কিছু অংশে শুক্র ও শনিবার জল সরবরাহ বিঘ্নিত হবে৷ সাময়িক এই অসুবিধার জন্য বিভিগের পক্ষ থেকে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে৷