ছোট পোশাক পরে বিপাকে নায়িকা, গ্রেফতার হলেন উরফি জাভেদ

মুম্বাই : সকাল থেকে ফের খবরে উরফি জাভেদ। ভাইরাল হয়েছে একটি ভিডিও। তবে, এবার লাইম লাইটে আসার জন্য ছোট পোশাক পরা কোনও ছবি পোস্ট করেননি নায়িকা। ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ ভিন্ন কারণে। সদ্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, দুজন মহিলা পুলিশ কর্তা এসে কালো রঙের গাড়িতে করে নিয়ে গেল উরফিকে।
সকাল সকাল কফি শপে গিয়েছিলেন উরফি। পরেছিলেন ডেনিম জিন্স ও লাল টপ। টপ না বলে কাপড়ের টুকরো বললে ভালো হয়। উরফির পিঠের অংশ পুরো ছিল খোলা। সামনের দিকে সেই কাপড়ের অংশ দিয়ে স্তন ঢাকা ছিল উরফির। এরপরই হঠাত্ দেখা যায় দুজন মহিলা পুলিশ গাড়ি থেকে নেমে শপে আসেন। উরফিকে ডেকে জিজ্ঞেস করে এত ছোট পোশাক কে পরে। এই নিয়ে বচসা হয় তাদের। শেষে উরফিকে ধরে নিয়ে যায় পুলিশ।
এভাবে খবরে এল উরফি জাভেদের গ্রেফতারির কথা। সব সময় ছোট পোশাক পরে খবরে আছেন উরফি। এবার সেই পোশাকই বিপদ ডেকে আনল তাঁর। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, দুজন মহিলা পুলিশ এসে উরফিকে গাড়িতে তুলে নিয়ে গেল। আর কারণ তাঁর অঙ্গে থাকা ছোট পোশাক।