প্রয়াত নোবেলজয়ী অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা

কলকাতা : য়াত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। শুক্রবার সকালে হাসপাতালে যান অভিজিত্। তার পরেই তাঁর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিবার সূত্রে খবর, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা। তার পরেই তাঁকে শহরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রেও খবর, ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন নির্মলা। এর আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য গত ২৬ অক্টোবর একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিত্সার পর ২৯ তারিখে তাঁকে ছেড়েও দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’দিন আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু এ বার তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল বলেই খবর মিলেছিল হাসপাতাল সূত্রে। শুক্রবারই মাকে দেখতে এসেছেন অভিজিত্। বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। তার পরেই খবর মিলল, নোবেলজয়ীর মা প্রয়াত হয়েছেন।