Barak Valley
করিমগঞ্জে AIDSO-র ছাত্র সমাবেশ ২ জানুয়ারি

করিমগঞ্জ : প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২ জানুয়ারি করিমগঞ্জের ডাকবাংলো রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশের আয়োজন করেছে AIDSO. সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুজিত কুমার পাল জানিয়েছেন, সমাবেশে মুখ্য বক্তা হিসেবে থাকবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ৷ এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের অসম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জল দেব, সম্পাদক হেমন্ত পেগু প্রমুখ৷
তিনি জানান, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে গোটা দেশে AIDSO সরব রয়েছে৷ জানান, দেশের ছাত্রছাত্রী ও জনগণের উপর নেমে আসা সর্বনাশা আক্রমণের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার সংকল্প নিতে আগামী ২ জানুয়ারি এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷