Barak Valley

DPM ও DTSS পরীক্ষার উত্তরপত্রের অভিযোগ জাননো যাবে ২৪ জুন

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের ই-গভর্ন্যান্স শাখায় ডিপিএম ও ডিটিএসএস পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ জুন, রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার পর ওই দিনই বেলা ২-টায় উত্তরপত্র জেলাশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।

প্রকাশিত ওই উত্তরপত্র সম্পর্কে কোনও প্রার্থীর যদি কোনও ধরনের অভিযোগ থাকে, তবে তা ২৪ জুন বিকাল ৫-টার মধ্যে করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের পিএফসি শাখায় জমা দেওয়া যাবে বলে করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক এবং ই-গভর্ন্যান্স শাখার সদস্যসচিব এক পত্রযোগে জানিয়েছেন।

Show More

Related Articles

Back to top button