Barak Valley

Morning shift বন্ধ প্রতিবাদ ABVP-র

করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের ডিগ্রি কোর্সে ভর্তি করার দাবি নিয়ে ABVP ছাত্র সংগঠন ধর্না কার্যসূচি পালন করে৷ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে করিমগঞ্জ কলেজের গেটের সামনে ABVP ছাত্ররা হাতে প্লেকার্ড নিয়ে তাদের ধর্না কার্যসূচি সূচনা করেন৷ ছাত্রছাত্রীরা বিভিন্ন শ্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলে৷

তারা জানান, করিমগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে অথচ ডিগ্রি কোর্সে ভর্তি করার সুযোগ দিচ্ছেন না করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ৷ ছাত্রদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য অধ্যক্ষকে বুধবার এক স্মারকপত্র প্রদান করা হয়েছে৷ করিমগঞ্জ কলেজের ছাত্র করিমগঞ্জ কলেজ থেকে পাশ করেছে অথচ করিমগঞ্জ কলেজেই ভর্তি করার সুযোগ দেওয়ক হচ্ছে না৷ তাহলে এই ছাত্রদের ভবিষ্যৎ কি হবে৷ তাঁরা কোথায় গিয়ে পড়াশোনা করবে৷

এদিকে, কলেজের morning shift বন্ধ করা হয়েছে৷ কোনো notice নেই, কেন morning shift বন্ধ করা হয়েছে৷ সেটাও জানানো হয়নি৷ যখনই কলেজের ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলতে ABVP ছাত্ররা যায় তখনই অধ্যক্ষ ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ৷ কিন্তু NSUI ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা যখন অধ্যক্ষের সঙ্গে কথা বলতে যায় তখন কিন্তু অধ্যক্ষ তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন৷ করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা যে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না৷ এ নিয়ে NSUI কোন কথা বলে না৷ ছাত্রদের জন্য NSUI কিছু করছে না বলে ABVP অভিযোগ জানায়৷

Show More

Related Articles

Back to top button