SBI করিমগঞ্জ শাখার পক্ষ থেকে সুকন্যাকে সংবর্ধনা

করিমগঞ্জ : সদ্য ঘোষিত মাধ্যমিকের ফলে মেধা তালিকায় ৯ম স্থান অর্জনকারী করিমগঞ্জের কৃতী সন্তান সুকন্যা দাস সংবর্ধনার জোয়ারে ভাসছে৷ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সুকন্যার এই সাফল্যে তাকে সংবর্ধিত করে উৎসাহ প্রদান করে চলেছে৷
মঙ্গলবার, SBI করিমগঞ্জ শাখার পক্ষ থেকে সুকন্যাকে সংবর্ধনা জানানো হয়৷ ব্যাঙ্কের এক প্রতিনিধি দল এদিন সুকন্যার বাড়িতে গিয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান৷ করিমগঞ্জ শাখার মুখ্য প্রবন্ধক সুজিত চৌধুরী সুকন্যাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান৷ সেই সঙ্গে তার হাতে একটি স্মারক সম্মাননাও তুলে দেন তিনি৷
আগামী দিনে সুকন্যার উচ্চশিক্ষায় SBI করিমগঞ্জ শাখা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও তার পরিবারকে আশ্বাস প্রদান করেন ব্যাঙ্ক কর্তা৷
এদিন সম্মান স্বরূপ সুকন্যার নামে একটি ব্যাঙ্ক পাসবুক তুলে দেওয়া হয় ব্যাঙ্কের পক্ষ থেকে৷ সুকন্যার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন সুজিত চৌধুরী৷