Barak Valley

করিমগঞ্জে ৩০ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত

চরগোলা ও করিমগঞ্জ : ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য লাভ করল করিমগঞ্জ পুলিশ৷ মিজোরাম থেকে আসা TR 02 D 1691 নম্বরের ১০ চাকার ১টি তেলের ট্যাঙ্কার থেকে প্রায় ₹৩০ কোটির অধিক মূল্যের নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে সন্দেহজনক হেরোইন সহ ৮০ হাজার ইয়াবা৷ করিমগঞ্জের SP পার্থপ্রতিম দাসের নেতৃত্বে রবিবার সন্ধ্যার পর প্রায় ৬:৩০ মিনিটে শহর লাগোয়া বাইপাস এলাকায় এই নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়৷

গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জের SP পার্থপ্রতিম দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে করিমগঞ্জ বাইপাস এলাকায় তল্লাশি অভিযানে নামেন৷ এই সময় মিজোরাম থেকে আসা তেলের ট্যাঙ্কারে তল্লাশি চালিয়ে ২২০টি সাবানের বাক্স উদ্ধার করা হয়৷ অভিযানে চালক ত্রিপুরার উদয়পুরের সফিক মিয়া ও সহচালক রামনাথ গোয়ালাকে গ্রেফতার করে পুলিশ৷ পাথারকান্দি থেকে ড্রাগস মালিক সন্দেহে উবাইদুল্লাহ সন্দেহে একজনকে আটক করে পুলিশ৷

SP জানান, ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে৷ বিগত দিনের অভিযানের তথ্যে আজকের অভিযানে এই সফলতা বলেও জানান তিনি৷

Show More

Related Articles

Back to top button