শনবিলে ৭০ মেগাওয়াট সহ ৭টি সৌরপ্রকল্পের অনুমোদন

গুয়াহাটি, ১৬ মার্চ : অসম বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য রাজ্যের প্রথম ‘গ্রিন বাজেট’ পেশ অর্থমন্ত্রী অজন্তা নেওগের। আজ বৃহস্পতিবার চলমান বাজেট অধিবেশনে গ্রিন পাওয়ার প্রজেক্টের উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্তে রাজ্য সরকার বিভিন্ন জেলা সহ করিমগঞ্জ জেলার অন্তর্গত ৭০ মেগাওয়াট শনবিল ভাসমান সৌরবিদ্যুত্ প্রকল্পে অর্থ বরাদ্দের পাশাপাশি ‘গ্রিন বাজেট’-এর বর্ণনা করেছেন অর্থমন্ত্রী অজন্তা।
গ্রিন পাওয়ার প্রজেক্টের উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্তে রাজ্য সরকার বিভিন্ন জেলা যথাক্রমে ৭০ মেগাওয়াট শনবিল ভাসমান সৌরবিদ্যুত্ প্রকল্প, ১০০ মেগাওয়াট তেজপুর এগ্রিভোল্টাইক প্রকল্প, ৪০ মেগাওয়াট গোলাঘাট ফ্লোটিং সোলার অন্তর্ভুক্ত করে সাতটি সবুজ বিদ্যুত্ প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া অর্থ বরাদ্দ করা হয়েছে ২০০ মেগাওয়াট মার্ঘেরিটা সৌরবিদ্যুত্ প্রকল্প, ৫০ মেগাওয়াট লোয়ার কপিলি এগ্রিভোল্টাইক প্রকল্প, ৬০ মেগাওয়াট চন্দ্রপুর পিএসপি সৌরবিদ্যুত্ প্রকল্প এবং ১০০ মেগাওয়াট বটদ্রবা কৃষিবিদ্যুত্ প্রকল্পের জন্য।