Updates

রামকৃষ্ণনগরের গণিপুর থেকে বাজেয়াপ্ত বালু উত্তোলনের মেশিন

রামকৃষ্ণনগর, ২৯ মার্চ : করিমগঞ্জ জেলান্তর্গত রাতাবাড়ির সিংলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত অত্যাধুনিক মেশিন বাজেয়াপ্ত করেছে বন দফতর। আজ বুধবার এক অভিযানে নেমে করিমগঞ্জের বন বিভাগের অধীন দোয়ালিয়া রেঞ্জ ফরেস্ট এলাকার ৬২ হাল বড়ুয়ালা মাইনর ইউনিট সংলগ্ন সিংলা নদী থেকে বালু উত্তোলনের মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।

ফাকুয়া এলাকার জনৈক আনন্দ দাস নামের ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভোযোগ বহু দিনের। আজ সিংলা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে বলে, অভিযোগ পেয়ে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে অভিযানে নামেন দোয়ালিয়া রেঞ্জ ফরেস্ট আধিকারিক প্রণব কলিতা। অভিযান চালিয়ে গণিপুর থেকে বাজেয়াপ্ত করেন অবৈধভাবে বালু উত্তোলনের মেশিনটি। তবে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের আটক বা গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি।

Show More

Related Articles

Back to top button