Barak Valley
করিমগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ভাষা গৌরব সপ্তাহ।

সুস্মিতা দাস, করিমগঞ্জ: ভাষা গৌরব সপ্তাহ উদযাপন থেকে সমাপ্তি দিন পর্যন্ত নানা কার্যসূচি পালন করল করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন।
আজ হাতে হাতে প্ল্যাকার্ড, ভাষা সংস্কৃতির উপর ছাত্র ছাত্রীদের রচিত সঙ্গীতের সঙ্গে তালে তাল মিলিয়ে রাজপথে ধামাইল পরিবেশন করলো ছাত্রীরা। সরস্বতী বিদ্যানিকেতন থেকে বর্ণাঢ্য শুভযাত্রা শহরের শহিদ ক্ষুদিরাম স্মরণী, শহিদ স্মরণী হয়ে শম্ভু সাগর উদ্যান পরিক্রমা করে জাতীয় শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আবার স্কুলে প্রবেশ করে। শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যানিকেতনের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী, উপ প্রধান আচার্য মনোজিৎ চক্রবর্তী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা বিভাগের অসিত ভূষণ দত্ত।