Barak ValleyAssamNorth-East
করিমগঞ্জ রেডক্রসে চোখের ছানি অস্ত্রোপচার

করিমগঞ্জ : করিমগঞ্জ রেডক্রস সোসাইটির পরিচালনায় ও জেলা অন্ধত্ব নিবারণী সমিতির সহযোগিতায় ২৮ রোগীর চোখের ছানি অস্ত্রোপচার হল৷ আগামী ১২ মার্চ, রবিবার আরও ৮ রোগীর অস্ত্রোপচার করা হবে৷
রেডক্রস সোসাইটির সম্পাদক নিখিল রঞ্জন দাস জানান, ৫ মার্চ ২০ রোগীর অস্ত্রোপচার করা হয়েছে৷ ৯ মার্চ ৮ জন৷ ১২ মার্চ, রবিবার ১০ জন রোগীর অস্ত্রোপচার করা হবে৷ চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে৷ অস্ত্রোপচার করার পর রোগীদের রেডক্রসে রাখা হয়৷ এদের খাওয়া-দাওয়া সহ ওষুধ দেওয়া হয় রেডক্রসের তরফে৷ অস্ত্রোপচারের পর ফের এদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমাও দেওয়া হয় বলে জানান তিনি৷