লঙ্গাই নদীতে অপরিচিত প্রৌঢ়ের লাশ উদ্ধার, চাঞ্চল্য পাথারকান্দিতে

করিমগঞ্জ : করিমগঞ্জের পাথারকান্দির তাপাদারপাড়া এলাকার লঙ্গাই নদীতে অপরিচিত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে । যদিও ঘটনার তদন্তে নেমেছে পাথারকান্দি পুলিশ । শুক্রবার বিকালে পাথারকান্দি থানাধীন তাপাদারপাড়া সংলগ্ন লঙ্গাই নদীতে এক মৃত ব্যক্তির লাশ ভেঁসে যেতে দেখে চাঞ্চল্য দেখা দেয় স্থানীয় জনগনের মধ্যে।
পরে বিষয়টি পুলিশের নজরে আনা হলে ওসি সহ সার্কেল কর্তা তদন্তে নেমে মৃতদেহটি উদ্ধার করেন । ময়না তদন্তের জন্য শনিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে । তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান নদী থেকে উদ্ধার হওয়া পুরুষ ব্যক্তিটির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হবে। পরনে ছিল শার্ট ও টাউজারের উপরে প্যান্ট।স্থানীয়দের ধারনা লাশ উদ্ধার হওয়া ব্যক্তি সম্ভবত ফেরিওয়ালা হতে পারেন।উজান এলাকার নদীতে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হতে পারে ধারণা অনেকের ।