Barak Valley

আর জি কর কাণ্ডের প্রতিবাদ করিমগঞ্জ রেডক্রস হাসপাতালে

করিমগঞ্জ : কলকাতায় ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ দেশজুড়ে অব্যাহত৷ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে করিমগঞ্জেও৷ এবার ডাক্তার খুনের প্রতিবাদে সরব হলেন রেডক্রসের সব ডাক্তার, নার্স সহ পরিচারল সমিতির কর্মকর্তাগণ৷ হাতে মোম ও মুখে প্রতিবাদী শ্লোগান নিয়ে ঘটনার নিন্দা জানিয়ে অপরাধে জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন৷

ডা. দেবতোষ পাল বলেন, ঘরে শিশুদের বৈদিক শিক্ষাদান খুবই জরুরি৷ মেয়েদের প্রতি ব্যবহার ও বয়স্কদের সম্মান দেওয়া উচিত৷ তিনি বলেন, একজন ডাক্তারের উপর যেভাবে অত্যাচার হয়েছে, তা মানব সমাজের কলঙ্ক হয়ে থাকবে৷

ডা. সুপর্ণা লালা দাস বলেন, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা দরকার৷ গভীর রাতে একজন মহিলাকে হত্যা ও ধর্ষণ দেখিয়ে দিয়েছে ডাক্তাররা কতটা সুরক্ষিত৷

উপস্থিত ছিলেন সভাপতি মনোজ দাস, সহ-সভাপতি অভিজিত রায়, কৃষ্ণ দাস, ডা. লিপি দাস ডা. শুভ্রাংশু ভট্টাচার্য, সেক্রেটারি সহ অন্যান্যরা৷

Show More

Related Articles

Back to top button